চির বিদায় মাওলানা আবু ইউসুফ
এনটিভি কর্তৃক প্রতি রমজানে আয়োজন করা হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়লিটি শো কোরআনের আলো এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ আজ শনিবার (২৩ মার্চ) সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।তিনি ক্যানসারে ভূগছিলেন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম এক কুরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যানসারে ভুগছিলেন। গতকাল শুক্রবার দিল্লির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান এই ইসলামী চিন্তাবিদ।
তার ইন্তেকালে আমরা একজন সত্যিকারের মহানুভব, আলেম ও হাফেজ হারালাম। মানুষ হিসেবে তিনি অত্যন্ত ভদ্র, নম্র ও সাদা মনের মানুষ ছিলেন।